বিসিক জেলা কার্যালয়ের প্রশিক্ষণ
- বিসিক জেলা কার্যালয়, গোপালগঞ্জে ৫ দিন মেয়াদী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়৷ নতুন শিল্পোদ্যোক্তাদের শিল্প স্থাপন সংক্রান্ত যেসব যাবতীয় প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন সেসব বিষয়ে এই প্রশিক্ষণ কোর্সে আলোচনা করা হয়৷ এমন প্রশিক্ষণ কোর্স প্রতি অর্থবছরে কমপক্ষে ৫ বার করে আয়োজন করা হয়৷ প্রতি কোর্সে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করতে পারেন এবং কোর্স প্রতি আবেদন ফি মাত্র ২৫০ টাকা(অনলাইন চার্জসহ)। প্রশিক্ষণের সময়সূচি সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে অত্র কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা অথবা প্রমোশন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে৷
বিসিক জেলা কার্যালয় গোপালগঞ্জের প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য জানতে বিসিক, গোপালগঞ্জ জেলার ফেসবুক পেইজে চোখ রাখুন অথবা অত্র কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা কিংবা প্রমোশন কর্মকর্তার সাথে যোগাযোগ করুন৷
অনলাইনে আবেদনের জন্য : www.ossbscic.gov.bd web site প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন।